News

Speaker Dr. Shawestaganj high school centenary year Shirin Sharmin Chowdhury

Date : 26 Jan, 2019

শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শতবর্ষপূর্তি অনুষ্ঠানে স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী বলেন
বাঙালি সন্তানদের সুযোগ দিলে তারা বিশ্বে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারে।
এম এ হাকিম ॥ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, বর্তমানে দেশে দরিদ্রতার হার ৪৩ শতাংশ থেকে ২৩ শতাংশে নামিয়ে এনেছে সরকার। মিলেনিয়াম ডেভেলপম্যান্ট গোল অর্জনে ছেলে-মেয়েদের মধ্যে জেন্ডার সমতা অর্জন করতে সক্ষম হয়েছে। এখন মেয়েরা শিক্ষামুখী হয়ে উঠেছে। মেয়েদের জন্য উপবৃত্তির টাকা তাদের মায়েদের হাতে সরাসরি দেয়া হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব চালু করা হচ্ছে। প্রধানমন্ত্রী শিক্ষাকল্যাণ ট্রাস্ট করেছেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বঙ্গবন্ধু’র স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নেতৃত্ব দিচ্ছেন বলেই বাংলাদেশ আজ স্বল্প উন্নত দেশ থেকে নি¤œ মধ্যম আয়ের দেশে উপনীত হয়েছে। তিনি বলেন, বাঙালি জাতি অত্যন্ত মেধাবী। বাঙালি সন্তানদেরকে যথাযথ সুযোগ দিলে তারা বিশে^ শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে পারে। তিনি আরো বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। তাদেরকে তথ্য প্রযুক্তির শিক্ষায় শিক্ষিত করে জ্ঞান নির্ভর সমাজ ব্যবস্থা চালু করতে কাজ করছে বর্তমান সরকার। তাই সকল শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তির শিক্ষায় এগিয়ে থাকতে হবে। স্পীকার আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে শায়েস্তাগঞ্জকে পর্যায়ক্রমে পৌর, থানা সর্বশেষ উপজেলায় রুপান্তরিত করেছে। তাই আশা করছি অচিরেই শতবর্ষে পদার্পণ করা শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ও সরকারীকরণ করা হবে। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে শতবর্ষ পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি ড. শিরিন শারমিন চৌধুরী বলেন, মার্চ মাস হলো গৌরবময় ও অর্জনের মাস। মার্চেই জাতির পিতা দিয়েছিলেন কালজয়ী সেই ভাষণ। যার মাধ্যমে আমরা পেয়েছিলাম মুক্তি, পেয়েছি স্বাধীনতা। যে স্বাধীনতা বর্তমানে বাঙালি জাতির জন্য অত্যন্ত অর্থবহ। স্বাধীনতার ৪৭ বছর পর জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় বর্তমান সরকার দেশ পরিচালনা করছে। এ সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠী ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বর্ণাঢ্য এ অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান। উৎসব কমিটির আহ্বায়ক অশোক মাধব রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন, এডভোকেট মোঃ আবু জাহির এমপি, এডভোকেট আব্দুল মজিদ খান এমপি, এডভোকেট মাহবুুব আলী এমপি, জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল। বাবুল মল্লিক ও প্রভাষক নাছরিন হকের উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সচিব অশোক মাধব রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া, উৎসব কমিটি সদস্য সচিব ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শেখ জামাল মিয়া, উৎসব কমিটির প্রধান সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক জাহেদ চৌধুরী ও স্কুলের প্রধান শিক্ষক হারুনুর রশীদ তালুকদার প্রমূখ। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১১ জনকে শতবর্ষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে প্রধান অতিথি শতবর্ষ স্মারক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদর স্মৃতি চারণসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন স্কুলের সাবেক ৫ হাজার শিক্ষার্থী ও তাদের পরিবার। এ উপলক্ষে একটি স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।